মোবাইল অ্যাপস তৈরী করার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হবে বা কী কী প্রোগ্রাম শিখতে হবে?

মোবাইল অ্যাপস তৈরী করার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হবে বা কী কী প্রোগ্রাম শিখতে হবে এটির আসল উত্তর ছিল: মোবাইল এপস তৈরী করার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হবে বা কী কী প্রোগ্রাম শিখতে হবে?
বর্তমানে মোবাইল এ্যাপস এর সবচেয়ে বড় প্লাটফর্ম হলোঃ এন্ড্রয়েড এবং আইওএস। তাই এই দুটো প্লাটফর্ম এর উপর ভিত্তি করে পর্যায়ক্রমে ধাপ গুলো লিখছিঃ
  • মানসম্মত এ্যাপ এর আইডিয়া বের করা এবং এ্যাপে কি কি ফিচার থাকবে যেগুলোর একটা ব্রিফ নোট তৈরি করা।
  • আপনি যে এ্যাপটি নিয়ে চিন্তা করেছেন সেটি ইতিমধ্যে কোনো এ্যাপ স্টোরে আছে কিনা বা একই রকম সার্ভিস দেয় তা খুঁজে দেখা। যদি থাকে তাহলে সেগুলোর সুবিধা, অসুবিধা,প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় ফিচার গুলো নিয়ে চিন্তা করা এবং নোট করা এবং সে অনুযায়ী আপনার এ্যাপের ফিচার গুলো আপডেট করা।
  • আপনার এ্যাপ এর মকআপ বানানো। মানে এ্যাপটির লেআউট, ইউজার ইন্টারফেস এবং ফ্লো কেমন হবে তার একটি স্কেচ তৈরি করা।
  • এ্যাপটির গ্রাফিক্যাল ডিজাইন করা এবং এসেটস তৈরি করা।
  • সম্ভব হলে এ্যাপটির একটি ল্যান্ডিং পেইজ তৈরি করা।
  • এন্ড্রয়েড হলে এন্ড্রয়েড এর আই ডি ই যেমন এন্ড্রয়েড স্টুডিও এবং সমর্থিত প্রোগ্রামিং ভাষা যেমন জাভা, কটলিন ইত্যাদি ব্যাবহার করে এ্যাপটি বিল্ড করা। আর আইওএস হলে আই ডি ই হিসাবে আছে এক্সকোড এবং ল্যাংগুয়েজ হিসেবে আছে সুইফট। এ পর্যায়ে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এর সব কাজ শেষ করা হয়।
  • এ্যাপটি নানা ধরনের এবং নানা সাইজের ফিজিক্যাল ডিভাইস যেমনঃ স্মার্টফোন, ট্যাবলেট এ রান করিয়ে দেখা এবং অপ্টিমাইজ করা।
  • প্লে স্টোর / এ্যাপ স্টোর এ এ্যাপ টি আপলোড করা।
  • এ্যাপটির যথাযথ মার্কেটিং করা।
  • ইউজার ফিডব্যাক নিয়ে এ্যাপটি নিয়মিত আপডেট , বাগ ফিক্স এবং অপ্টিমাইজ করা।প্রয়োজনে নতুন ফিচার যুক্ত করা।
ব্যক্তিগত ভাবে এ্যাপ ডেভলপ করে হলে অনেক কিছুই শেখা লাগে যেমনঃ
  • প্লাটফর্ম এর সাথে পরিচিতি।
  • প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা (অবজেক্ট ওরিয়েন্টেড)। এন্ড্রয়েড এর জন্য জাভা বা কটলিন প্রধান আর আইওএস এর জন্য সুইফট।
  • এ্যাপ লে-আউট, ইউআই এর গ্রাফিক্যাল ডিজাইন।
  • ডেটাবেইজ, নেটওয়ার্কিং, এপিআই ইন্ট্রিগ্রেশন, ডেটা ম্যানেজমেন্ট, ইউয়াই ইন্টারেকশন, গ্রাফিক্যাল ইন্টারেকশন, ন্যাভিগেশন, এনিমেশন, ডিজাইন প্যাটার্ন ইত্যাদি।
সবকিছু শিখে তারপর এ্যাপ ডেভলপ করতে হবে তা কিন্তু না। আপনি করতে থাকবেন আর শিখতে থাকবেন যখন যা লাগে আপনার এ্যাপ তৈরির জন্য।?

Comments

Popular Posts